ভোলাগঞ্জে বালু ও পাথর লুটপাট বন্ধের দাবিতে ইউএনও কাছে যুবদলের স্মারকলিপি প্রদান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর কেয়ারী ও ধলাই নদীর ধলাই সেতুর নিচ চলছে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের তান্ডব লীলা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদুসহ দলের নেতৃবৃন্দ।
পড়ুন>>বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জন আটক
স্মারকলিপিতে তারা জানান, করেন, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার একটি অর্থ ও স্বার্থলোভী মহল ৫ আগষ্টের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা ও মাজার, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে (বাঙ্কার) থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ থেকে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০ নম্বর দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেশের কোটি কোটি টাকা রাজস্ব আত্মসাৎ সহ সরকারি সম্পদের ক্ষতি সাধন করছে।
এছাড়াও শাহ আরপিন মাজারের চারিদিক হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় শাহ আরপিন (রঃ) মাজারটি মারাত্মক ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় মাজারটি ভেঙ্গে বিলীন হওয়ার সম্ভাবনা রহিয়াছে।
অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলন করায় কোম্পানীগঞ্জ উপজেলার সকল শ্রেণীর জনমতে বিরাট আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টার ভিতরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরপিন, কালাইরাগ, উৎমা পাথর কোয়ারীসহ ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার হইতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ থেকে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০নং, দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধসহ অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জনসাধারণ সিলেট- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহা-সড়কসহ উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানসহ সকল বাজারের দোকানপাঠ বন্ধ পূর্বক কঠোর থেকে কঠোরত্বর আন্দোলন গড়ে তুলব।
Leave a Reply