ভূরুঙ্গামারীতে সড়কে বাঁশের বেড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলাচলের অনুপযোগী হওয়ায় একটি সড়কে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার জামতলা থেকে শিলখুড়িগামী সড়কের কামাত আঙ্গারীয়া মুন্সিপাড়া নামক স্থানে এই বেড়া দেন স্থানীয়রা। রাস্তা দিয়ে চলাচলকারীরা এবং স্থানীয় লোকজন বলেন, ভূরুঙ্গামারী বাস টার্মিনাল থেকে ধলডাঙ্গা পযর্ন্ত রাস্তা পুনরায় নির্মানের কাজ শুরু হয়।
শুক্রবার বিকেলে এলাকার লোকজন চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে পাথরডুবী, শিলখুড়ী ও তিলাই ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বেড়া প্রদানকারী কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পথচারী ও যানবাহনকে বড় রকমের দুর্ঘটনার থেকে রক্ষা করতে এবং দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বাঁশে খুঁটি পুঁতে বেড়া দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, আমি গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে রাস্তাটি দেখেছিলাম। চলাচলের উপযোগি করতে উপজেলা প্রকৌশলী মহোদয়কে অনুরোধ করেছিলাম।
বাঁশের খুটি দিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি জানা নেই।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হারুন অর রশীদ জানান, গর্ত ভরাট করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ঠিকাদারকে বলা হয়েছে।
Leave a Reply