কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে দুর্বৃত্তদের
শতাধিক সুপারি গাছ কর্তন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে লালন মিয়া নামের এক ইটভাটা শ্রমিকের প্রায় শতাধিক বড় সুপারি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ওই ব্যক্তির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা আরায়েরকুটি গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে।
ভুক্তভোগী লালন মিয়া জানান, গত রোববার ভোরে ইটভাটায় কাজ করতে বাড়ি থেকে বের হয়ে দেখি আমার সুপারি বাগানের বড় বড় ৫০ থেকে ৫৫ টি সুপারি গাছে মাঝ বরাবর কেটে ফেলে রেখেছে।
আমি এলাকাবাসীকে ডেকে বিষয়টি জানিয়ে কাজে চলে যাই। পরের দিন সোমবার সকালে বাগানের আরো প্রায় ৫০ টি সুপারি গাছ কাটা দেখতে পাই । এর কয়েকদিন আগে ১০ টি মোটা সুপারি গাছ কেটে ফেলে। তিনি জানান ১০ শতক জমিতে প্রায় দুই শতাধিক সুপারি গাছের বাগান করেছিলাম।
এখান থেকে প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে। আমার সাথে কারো কোন শত্রুতা নেই তবুও কেন আমার গাছের সাথে এমন শত্রুতা করলো। আমি এর বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শুনে লোক পাঠিয়েছিলাম। আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীকে পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, সুপারি গাছ কেটে ফেলার একটি মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply