ভূরুঙ্গামারীতে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ মে) ইউএনও দীপক কুমার দেব শর্মা আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ/২০২২ উপলক্ষ্যে ভূমি অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবাসমূহ জনগনের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন” এই শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম,যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ।
Leave a Reply