ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে মাইটিভি উপজেলা প্রতিনিধি প্রভাষক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী শাখার সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
Leave a Reply