বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশের কাঠগোলাপ
বাংলাদেশের কাঠগোলাপ সিনেমাটি এবার প্রর্দশিত হবে বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে। সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন করেছে পেয়েছে অনেক পুরস্কারও।
এরই ধারাবাহিকতায় সিনেমাটি প্রদর্শিত যাচ্ছে বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে প্রতিযোগিতা বিভাগে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।
এর সত্যতা নিশ্চিত করেছেন ছবির প্রযোজক বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ‘কাঠগোলাপ’ The Scentless ১লা জুন বুলগেরিয়ার রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । তিনি আরো বলেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করছি বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। এতে সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম।
তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে কাঠগোলাপ সিনেমাটি। আমার বিশ্বাস কাঠগোলাপ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত হয় সিনেমাটি। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল।
কাঠগোলাপ সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, কুন্তল বিশ্বাস প্রমুখ সিনেমাটিতে অভিনয় করেছেন। পড়ুন>>লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের কাঠগোলাপ
Leave a Reply