বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ আল রনি।
৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি
৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি।
তিনি ৩১তম বিসিএস এর গণপূর্ত প্রকৌশলী হিসাবে জয়েন করেছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে তিনি স্নাতক করেন।
এছাড়া গণপূর্ত বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনে দৃঢ় প্রতিজ্ঞ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ এর পূর্ব নির্ধারিত মিটিং থেকে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন ২০১ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা হলেন-সভাপতি: আব্দুল্লাহ আল হাদী– ফ্যামিলি প্লানিং, সাধারণ সম্পাদক: মোসা. আকতারুন্নেসা প্রশাসন।
যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনি একই সঙ্গে তার ব্যাচমেট এবং কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে চান।
Leave a Reply