বাংলা ভাষা ও সাহিত্য : মডেল টেস্ট-৩৪
বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোন বানানটি শুদ্ধ?
ক. তদানুসারে
খ. তদনুসারে
গ. তদণুসারে
ঘ. তদানুশারে
২. ‘শ্রবণ’–এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. শ্রবণ + অ
খ. শ্রী + অন
গ. শ্রব + অন
ঘ. শ্রু + অনট্
৩. ‘ইংরেজ’ কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি
খ. মিয়ানমার
গ. পর্তুগিজ
ঘ. জার্মান
৪. কোন শব্দটি উপসর্গযুক্ত?
ক. সমৃদ্ধি
খ. গমন
গ. হাজিরা
ঘ. লতানো
৫. ‘শিরচ্ছেদ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শিরঃ + ছেদ
খ. শির + ছেদ
গ. শিরঃ + শেদ
ঘ. শির + শেদ
৬. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক. ম
খ. ল
গ. ন
ঘ. থ
৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৪টি
১০. ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচণ্ডালী দোষ
১১. ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?’ পঙ্ক্তিদ্বয় কোন কবির রচনা?
ক. রজনীকান্ত সেন
খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
গ. যতীন্দ্রনাথ বাগচী
ঘ. যতীন্দ্রমোহন বাগচী
১২. ‘ফাল্গুন > ফাগুন’ কী ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. ব্যঞ্জনচ্যুতি
খ. অভিশ্রুতি
গ. অসমীকরণ
ঘ. অন্তর্হতি
১৩. ‘যখন বিপদ আসে, তখন দুঃখও আসে’ বাক্যটি কোন প্রকারের?
ক. সরল বাক্য
খ. আশ্রিত বাক্য
গ. মিশ্র বাক্য
ঘ. যৌগিক বাক্য
১৪. ‘Chancellor’-এর পরিভাষা কোনটি?
ক. আচার্য
খ. উপাচার্য
গ. অধ্যক্ষ
ঘ. প্রাধ্যক্ষ
১৫. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. মনঃ + তাপ = মনস্তাপ
খ. তপঃ + বন = তপোবন
গ. নিশঃ + চয় = নিশ্চয়
ঘ. পুরঃ + কার = পুরস্কার
১৬. কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ছ
খ. গ
গ. ঢ
ঘ. দ
১৭. রূঢ়ি শব্দ কোনটি?
ক. সন্দেশ
খ. মধুর
গ. কর্তব্য
ঘ. গায়ক
১৮. শুদ্ধ বাক্য কোনটি?
ক. এটি লজ্জাস্কর ব্যাপার
খ. তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন
গ. ইহার আবশ্যকতা নেই
ঘ. গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ
১৯. ‘ক্ষমা করার ইচ্ছা’ কে এক কথায় কি বলে?
ক. জিজীবিষা
খ. চিক্ষমিষা
গ. তিতীর্ষা
ঘ. জিঘাংষা
২০. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. সময়
খ. কাল
গ. সময়কাল
ঘ. কোনটিই নয়
মডেল টেস্ট ৮-এর উত্তর
১. খ। ২. ঘ। ৩. গ। ৪. ক। ৫. ক। ৬. খ । ৭. খ। ৮. ক। ৯. ক । ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ক। ১৫. গ। ১৬. ক। ১৭. ক। ১৮. গ। ১৯. খ। ২০. গ।
Leave a Reply