বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার! নথি দেখেই চোখ কপালে পুলিশের
বাংলাদেশের নাগরিক হয়েও বর্তমানে ভারতের নাগরিক। রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, র্যাশন কার্ড এমনকী রয়েছে জন্মের প্রমানপত্র। এমনই যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রায়গঞ্জ আদালত। বর্তমানে যুবক ও তাঁর পরিবারের লোকেরা পলাতক। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ যুবকের স্ত্রী। সেই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ ধর। বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কসবা সংলগ্ন পালপাড়া গ্রামে। বেশ কয়েকবছর আগে বাংলাদেশ থেকে এসে এই গ্রামে ঘর-বাড়ি বানিয়ে বসবাস করছেন তাঁরা।
২০২৪ সালের জানুয়ারি মাসে সেদেশে গিয়ে ভোট দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনে। ঠিক তিন মাস পর ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনেও ভোট দিয়েছেন এই বাংলাদেশি যুবক ও তাঁর পরিবারের লোকেরা। সম্প্রতি এই তথ্য পুলিশের কাছে ফাঁস করেছে যুবকের স্ত্রী সীমা ধর। আর সেই তথ্য ফাঁস করার অপরাধে স্ত্রীকে বেধড়ক মারধর দিয়ে গুম করে দেয় বলে অভিযোগ ওঠে স্বামী বিশ্বজিৎ কুমার ধর সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলার বাপের বাড়ির লোকেরা।
মহিলার বাড়ির লোকের সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশের হাতে আসে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত বিশ্বজিৎ ধর কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কসবা সংলগ্ন পালপাড়া গ্রামের বাসিন্দা হলেও আদপে তিনি বাংলাদেশের নাগরিক। তাঁর বাবার নাম বাদল চন্দ্র ধর, মায়ের নাম তৃপ্তিরানী ধর।
চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের পাস পোর্ট নিয়ে সেদেশে গিয়ে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট দিয়ে এসেছেন। আবার গত ২৬ এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও সরপরিবারে ভোট দিয়েছেন তিনি।
বিষয়টি এতদিন গোপনে থাকলেও পরকীয়া করাই কাল হয় বিশ্বজিতের। সম্প্রতি তিনি হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর পরকীয়ার বিষয়টি জেনে ফেলেন তাঁর স্ত্রী সীমা ধর। শুরু হয় পরিবারে অশান্তি। এরপরেই রায়গঞ্জ মহিলা থানায় বিশ্বজিত ও তাঁর পরিবারের বিরুদ্ধে নাগরিকত্ব ও নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশ্বজিৎ ধরের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। পুলিশ বিশ্বজিতকে গ্রেপ্তারও করে। কিন্তু শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিন দেয় রায়গঞ্জ আদালত। কিন্তু তদন্ত থেমে থাকেনি। তদন্তকারীদের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী বিশ্বরুপ দেব বলেন, “অভিযুক্ত বিশ্বজিৎ ধর বাংলাদেশি। তাঁর কাছে বাংলাদেশের পাসপোর্ট ভিসা ও নাগরিকত্বের প্রমাণপত্র রয়েছে। যার প্রতিলিপি আদালতে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ভারতের নাগরিকত্বের প্রমাণস্বরূপ আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের প্রমানপত্র।
রায়গঞ্জ সিজেএম আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন,“বিশ্বজিৎ কুমার ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রায়গঞ্জ জেলা আদালতের বিচারক।” রায়গঞ্জ মহিলা থানার পুলিশ আধিকারিক বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি।
এদিকে এখনও নিখোঁজ পলাতক যুবকের স্ত্রী সীমা ধর। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসে এক মহিলার পোড়া দেহ উদ্ধার হয়। সেই দেহের সঙ্গে নিখোঁজ সীমাই কিনা, সেটা জানতে দেহের নমুনা ডিএনএ টেস্টে পাঠানো হয়েছে।
বিশ্বজিৎ ও তাঁর পরিবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের লোকেরা বাংলাদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ।
Leave a Reply