বটিয়াঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান গতকাল শুক্রবার দিনব্যাপী নানা মাঙ্গলিক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে । দিনটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সার্বজনীন মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল প্রভাতে ঠাকুর জাগরণ,ভোগ -আরতী, শোভাযাত্রা, গীতা ও শ্রীমৎ ভাগবত আলোচনা, নাম-সংর্কীতন ও অন্ন প্রাসাদ বিতরণ ।
বটিয়াঘাটা বাজার নাট মন্দিরের উদ্দ্যোগে এক ধর্মীয় শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষীন শেষে মন্দির চত্বরে পথসভা অনুষ্ঠিত হয় ।
বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্মা-সাধারণ পলাশ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাব’র সভাপতি প্রতাপ ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ও উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আওয়ামী নেতা রাজকুমার রায়,চয়ন বিশ্বাস, মহাজোটপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, গোবিন্দ মল্লিক, রানার গ্ৰুপের সভাপতি নৃপেন বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রদীপ হীরা, অরবিন্দু মহলদার বিধান হালদার, সুশীল মল্লিক, প্রদীপ টিকাদার প্রমূখ ।
এছাড়া চক্রাখালী সার্বজনীন গৌড়ীয় গৌর নিতাই সেবা শ্রমের উদ্দ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হয়েছে ।
Leave a Reply