ফুলবাড়ীতে প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওয়তায় সুফলভোগীদের মধ্যে ভেড়া বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওয়তায় সুফলভোগীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র ৫০ পরিবারে ৩ টা করে মোট ১৫০ টি ভেড়া বিতরণ করা হয়েছে।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, চরাঞ্চল ও বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ৫০ টি সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের মাঝে ১৫০ টি সুস্থ ভেড়া বিতরণ করা হয়েছে। ৩ টি ভেড়ার গড় ওজন ২১ কেজি পরিমাপ করে বিতরণ করা হয়েছে। বিতরণের এক মাসের মধ্যে কোন ভেড়া অসুস্থ হলে বা মারা যাওয়া প্রমানিত হলে পুনরায় প্রদান করা হবে।
Leave a Reply