ফতেপুর স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ফতেপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত।এছাড়া ফতেপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলাম, মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মনিরুল হাসানসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা, গান, নাচ, কবিতা আবৃত্তি ও অভিনয় প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply