প্রবাসীর ঈদ -শফিকুল ইসলাম রিপন
ও ভাই প্রবাসী কাদঁছো কেন একা?
কোথায় তোমার নতুন জামা, কোথায় তোমার জুতা?
নারে ভাই কাদঁবো কেন, চোখে ময়লা গেছে,
জামা কাপড় আর জুতা?
আছে তো গত বছরের যেটা।
আমি তো ভাই মহাখুশী
বাড়িতে পাঠিয়ে টাকা,
সেই টাকাতে পরিবারের কিনছে এটাসেটা।
মাথার গাম পায়ে ফেলে করি ইনকাম,
তবুও ভাই পরিবারে পাইনা একটু দাম।
ভাই বলে, লাগবে টাকা কিনতে হবে গাড়ি,
বোন বলে, এই ঈদে দিবে দামী শাড়ী।
এটাসেটা চিন্তা করে প্রবাসীর
ঈদের দিন যায় চলে,
মনের কষ্ট বুকে নিয়ে বালিশ ভিজে চোখের জ্বলে।
Leave a Reply