প্রথম দিনেই বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে পাথরের আঘাত
প্রথম দিনেই পাথর পড়ল পাটনাগামী বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে। পাথরের আঘাতে ভাঙল ট্রেনের জানালার কাঁচ।
মঙ্গলবার ট্রেনটি পাটনা স্টেশনে পৌঁছানোর পর বিষয়টি নজরে আসে রেলকর্মীদের।
জানা গিয়েছে, এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনার উদ্দেশে যাত্রা শুরু করে বন্দে ভারত ট্রেনটি।
ভার্চুয়ালি ট্রেনটির যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেলে ট্রেনটি গন্তব্য পাটনা স্টেশনে পৌঁছালে দেখা যায় সি-৫ কোচের ৫৫-৫৬-৫৭ নম্বর সিটের পাশে থাকা জানালার কাঁচ ভাঙা।
বিষয়টি নজরে আসতেই অভিযোগ দায়ের করা হয় পাটনা স্টেশনে। এই ঘটনায় ব্যপক শোরগোল পড়ে যায় পাটনা স্টেশনে।
You’ve made some good points there. I checked on the web for
additional information about the issue and found most individuals will go along with your views
on this web site.