খুলনার পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
“সেবা ও উন্নতির রূপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার” শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে খুলনার পাইকগাছায় ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী জাতীয় স্হানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্প মাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও একুশে মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন
ফিরোজ বুলু, মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী।সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুস সালাম কেরু, আব্দুল মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহাজাদা আবু ইলিয়াস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply