পদ্মার চরে বাথান থেকে গবাদিপশু ডাকাতি: সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য দৌলতপুরে
দৌলতপুর কুষ্টিয়া থেকে আহাদ আলী নয়ন
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী চরে সন্ত্রাসীদেন অস্ত্রের মুখে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বেশ কয়েকটি গবাদিপশুর বাথান থেকে অন্তত ১৫০ গরু মহিষ ডাকাতি ঘটনা ঘটেছে। গেল সমবার ও বুধবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাতে চরিচা ইউনিয়নের পদ্মার চরে রাজু আহমেদ (১৮) নামের এক তরুণ কে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার পর তিন থেকে ৪ জনের গরু ও মহিষের বাথান থেকে অন্তত ৭০ টি গরু মহিষ নিয়ে আসে সন্ত্রাসীরা।
পরে ফিলিপনগর ইউনিয়নের পিন্টু ডাক্তারের মোড় এলাকার চটাই কবিরাজের ছেলে ব্যাবসায়ি কালু কবিরাজের বাথান থেকে অন্তত ৩৪ টি গরু নিয়ে আসে সন্ত্রাসীরা।
নাম না প্রকাশ শর্তে ফিলিপনগরের স্থানীয় বাসিন্দা জানান, চরে গরু ও মহিষ লুটের ঘটনায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা সরাসরি জড়িত। তিনি বলেন, ইসলামপুরের নাহারুল ও তার ছেলে মামুন কয়েক মাস আগে কালুর কাছে গরু বিক্রির টাকা দাবি করেছিল। আজ সকালে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা দিলে গরু ফেরত দেওয়া হবে বলে জানায়।
এছাড়া লালচাদের ভাই সুকচান, তার ছেলে বিপ্লবসহ অন্যান্য সন্ত্রাসীরাও এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply