পঞ্চব্রীহি ধান নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন ব্রি এর গবেষক।
আসলেই কি লাভজনক পঞ্চব্রীহি ধান? খুব মাতামাতি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈজ্ঞানিক দিক থেকে প্রশ্ন রেখে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর এক গবেষক।
এ নিয়ে ব্রি’র গবেষকদের অনেক কাজ আছে, এমনকি ইরি-তে পিএইচডি ডিগ্রি’র গবেষণাও আছে। কেউ চাইলে রিভিউ করতে পারেন! উনার এ ধানের এতো উৎপাদন প্রযুক্তির যেটুকুন জানা গেছে;
২। বোরো ধান বছরের প্রথম লাগিয়েছেন, মানে জানুয়ারি মাসে জমিতে লাগানো হয়েছে, ১১০ দিনে পেকেছে, যদি ২০-৩০ দিন বয়সের চারা লাগানো হয় তবে ধান পেকেছে মার্চ মাসের শেষে, ফলন ৪ টন।
পরবর্তী ফসল ৪৫ দিন পর, মানে ২য় বার ধান পেকেছে মে মাসের মাঝা মাঝি, ফলন ২/৩ টন, এখানে ফুল ফোটার সময় উচ্চ তাপমাত্রার রিস্ক থেকে যায়, চিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
৩। তিনি ধানের ঋতু নির্ভরতা থেকে বের করতে সক্ষম হয়েছেন! এটা নূতন কি বুঝলাম না, যে কোন ফটো-ইনসেন্সিটিভ ধান বছরের যে কোন সময় চাষ করা যায়।
৪। ২য় বার ধান কাটার পর আবার ৪৫ দিনে ধান কেটেছেন। ২য় বারও কি ৩৫ সেমি উপরে কেটেছেন! এভাবে ৫ম বারও কি একই উচ্চতায় ৩৫ সেমি উপরে কেটেছেন!
যদি বার বার একই উচ্চতায় কেটে থাকেন তবে কোন গিঁট থেকে নূতন টিলার হয়েছে, একই গিঁট থেকে কি ৫ বার নূতন টিলার হওয়ার সুযোগ আছে! একই গিঁটে সঞ্চিত কার্বোহাইড্রেটই বা কতটুকুন থাকবে যা দিয়ে নূতন টিলার গজানোর খাদ্য সরবরাহ করতে পারবে! এখানে সাইন্স কি বলে?
৬। এ ধানের সার, পানি, কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা কিভাবে, উৎপাদনের সাথে তা ইকোনমিক কি-না?
৬। বলা হয়েছে, ১ম ফসল ৪ টন+২য়/…৫ম ফসল ২/৩ টন, এ হিসেব মেনে নিলেও মোট ফলন ১৩/১৪ টন। সাধারণ বিবেচনায় ১ম রেটুন ফসল হবে মূল ফসলের ৩০-৪০%, ২য় রেটুন হবে ১ম রেটুনের অর্ধেক,,, তারপর আরো কমতে থাকার কথা।
কাজেই মূল ফসল ৪ টন হলে ৫ম রেটুন পর্যন্ত ১৪ বা ১৬ ফলন হওয়ার কথা নয়! আর এই ৫ ফসলে খড়ের ফলন অনেক কম হবে! এখানে সাইন্স কি বলবে!
আর সুযোগ থাকলে বোরো+আউশ+আমন চাষ করলে স্বাভাবিকভাবে ১৮-২০ টন/হে ফলন পাওয়া সম্ভব! এর সাথে খড়ের ফলন ধানের চেয়ে দ্বিগুণ হবে যার আর্থিক মূল্য কম নয়!
৭। পঞ্চব্রীহি ধান উৎপাদনে খরচ কম, আমরা কি কম খরচ করে কম উৎপাদন করবো! এতে কি আমাদের ডমিস্টিক দানাদার খাদ্য চাহিদা মিটাতে পারবো, যেখানে বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মিটাতে ধানের ফলন প্রতি বছর ৩.৪ মিলিয়ন টন করে বাড়াতে হবে! অর্থনীতির ভাষায় কি বলে! আমরা কোন পথে হাটবো! খরচ কমিয়ে কম উৎপাদন, নাকি খরচ বাড়িয়ে বেশি উৎপাদন! আমাদের অপশন কোনটা!!!
আমরা যারা কৃষি নিয়ে কাজ করছি সবার একই উদ্দেশ্য, সেটা যেই করুক, যেভাবেই করুক, কৃষক বান্ধব ও কৃষির উতপাদনশীলতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য। তবে এগুতে হবে সতর্কতার সাথে, এখানে পিছলে পড়লে ক্ষতি আমাদের সবার!
লিখেছেন : ড. মো. ইব্রাহিম, সিএসও ( চলতি দায়িত্ব) এবং প্রধান, রাইস ফার্মিং সিস্টেম, ব্রি ম
Leave a Reply