ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রাসেল হোসেন (২৫) নামে এক যুবক তার বন্ধু সাহেদের হাতে খুন হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেতে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে সাহেদ ফোন করে পুলিশের কাছে আত্নসমর্পণ করে রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আটক হওয়া সাহেদ একই এলাকার মো.বাঠুর ছেলে।
পুলিশ ওই রাতেই সাহেদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ের তোররা স্কুলে ২১ জনের মধ্যে ১৬ শিক্ষক-কর্মচারীই প্রধান শিক্ষকের নিকটাত্মীয়
শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আনাম জানান, ঘটনাস্থল থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply