নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১০ জন প্রার্থী।
আসছে আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । সেই নির্বাচনকে প্রানবন্ত করতে উৎসব এবং আনন্দ মুখর পরিবেশে সংসদীয় আসন নং-১২ নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ডোমার,ডিমলা এবং নীলফামারীতেসহ ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি থেকে অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল তছলিম উদ্দিন (পিএসসি) বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট থেকে সিরাজুল ইসলাম।
ন্যাশনাল পিপলস পার্টি থেকে করুণাময় মল্লিক, তৃণমূল বিএনপি থেকে এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল।
Leave a Reply