নাশকতার সরঞ্জামসহ ফেনীতে অবরোধকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
এর প্রেক্ষিতে সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে ফেনী শহরের চাড়িপুর রাস্তার মাথা এলাকায় নাশকতা করতে অগ্নিসংযোগের জন্য চটের বস্তায় রাখা একটি টাইয়ার সহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় জুনিয়র মিরাজ (২০) নামে একজন পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
[…] […]