রাজশাহী থেকে বেল্লাল হোসেন বাবু: নাটোরে সকল জল্পনা- কল্পনার পরে পুলিশ সুপার হলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত এক আদেশে পুলিশ সুপার পদে তাকে পদায়ন করা হয়।
এই আদেশের মাধ্যমে তিন বছরের ইতি টানলেন নাটোরের পুলিশ সুপার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত লিটন কুমার সাহা।এরআগে পুলিশ সুপার লিটন কুমার সাহার পদোন্নতির পর কে হচ্ছেন নাটোরের পুলিশ সুপার তা নিয়ে বেশ জল্পনা, কল্পনা হয়।
নাটোরের পুলিশ সুপার পদে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক অফিসের পুলিশ সুপার মুন্সী সাহাবুদ্দিন, নাটোরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ সহ অন্যান্যেদের নাম শুনা যায়।
কিন্ত সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে নাটোরের পুলিশ সুপার হলেন শরিয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি) বিসিএসের ২৭তম ব্যাচের সাইফুর রহমান। তার নিজ জেলা ফিরোজপুর।
Leave a Reply