নাগেশ্বরীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভুমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতাধীন ৫ম পর্যায়ে ১৯টি উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন হলরুমে রবিবার বিকেলে সাংবাদকর্মীদের সাথে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নাগেশ্বরী সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল জামান। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উমর ফারুক, সাংবাদিক জোবাইর সিদ্দিকী স্বপন, মজিবর রহমান, খলিলুর রহমান, কৃত্তিকা সেন বিল্টু, মসলেম উদ্দিন প্রমুখ।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে দাফনের ৪৪ দিন লাশ উত্তোলন
এসময় উপজেলা নির্বাহী অফিসার জানায়,
উপজেলায় মোট গৃহ নির্মাণ করা হয় ৬শত ৬৯টি। জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন ৬৪টি। এছাড়াও ৫ম পর্যায়ে ১শত ২৬টি গৃহ নির্মাণ ও ৫৩ টি জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন হয়।
Leave a Reply