নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ বোতল ফেন্সিডিল সহ ১মাদক ব্যবসায়ী আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, ২৫ জানুয়ারি রাত ৯ ঘটিকার সময় নাগেশ্বরী থানার এসআই তাজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের পশ্চিম রামখানা শাহাটারী গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মৃত আনছার আলীর পুত্র মতিয়ার রহমান (৫৫)কে আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে আসামীর ঘরের ভিতরে মাটির নিচে থেকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এবং উক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। তিনি জব্দ তালিকা মোতাবেক জব্দকৃত মালামাল ফেন্সিডিল ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীসহ থানায় এসে হাজির হন। তিনি ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানা একটি মাদক মামলা করে আসামীকে আদলে প্রেরণ করেন।
Leave a Reply