কুড়িগ্রাম জেলা পুলিশ নব উদ্যমে আরো বেগবান হয়ে নাগরিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় নিয়ে কার্যক্রম শুরু করেছে।
আজ ১২ আগষ্ট ২০২৪ কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলার ১১ টি থানার অব্যাহত সকল কার্যক্রমকে আরো গতিশীল করা হয়েছে ।
থানায় আগত সেবাপ্রার্থীদের জিডি, অভিযোগ, মামলা গ্রহণ, নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম সহ সার্বিক কার্যক্রম অব্যাহত আছে।
প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। নব উদ্যমে আরো বেগবান হয়ে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে নিষ্ঠা , দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত ।
এছাড়াও যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানার পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিড়িয়া সেল থেকে নাগরিকদের অবগতির জন্য এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply