মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নওগাঁয় কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রোববার দুপুরে শহরে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, আহ্বায়ক আমিনুল হক বেলাল, সফিউল আজম রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মোক্তার, যুগ্ম আহ্বায়ক রওশন ইসলাম,দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বীন ইসলাম দোহা প্রমুখ।
এছাড়াও এসময় কবিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য এবং ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যত্থানে নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply