দৌলতপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের বিরুদ্ধে শিক্ষক প্রশিক্ষণের বরাদ্দের টাকা আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে।
জানাগেছে, নতুন কারিকুলামের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বরাদ্দের অধিকাংশ টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের নিকট থেকে ঘুষ আদায়, টাকা না দিলে অশোভন আচরণ, সরকারী বই বিতরণে টাকা নেয়া, সহকর্মীদের চাকরী খাওয়ার হুমকি-ধামকিসহ বিস্তর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
তার এই কর্মকান্ডে দৌলতপুরের শিক্ষক সমাজের মধ্যে তীব্র অসন্তোষ তৈরী হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর দেশের অন্যতম একটি বৃহৎ উপজেলা। এ উপজেলায় প্রায় একশ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করে থাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ বোর্ডে সদস্য থেকে শুরু করে নতুন শিক্ষক-কর্মচারী এমপিও, উচ্চতরস্কেল, বিএড স্কেলের কাগজপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে উর্ধতন কর্মকর্তার নিকট প্রেরিত হয়ে থাকে।
সে কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রেরিত শিক্ষক-কর্মচারীরা শিক্ষা অফিসে যোগাযোগ রক্ষা করেন। এই উপজেলায় বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটি দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে সরদার আবু সালেক অবসরে গেলে মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটিও শুন্য হয়।
এই সুবাদে গত ৭ নভেম্বর ২০২৩ তারিখে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদবীর কর্মকর্তা শফিউল আলম উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে দৌলতপুরে আসেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা না হয়েও শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার ৬ মাস যেতে না যেতেই তিনি ধরাকে সরা জ্ঞান করে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।
উপজেলা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, গত জানুয়ারীতে নতুন কারিকুলামের প্রশিক্ষণে শিক্ষকদের জন্য বরাদ্দের অধিকাংশ অর্থই আত্মসাৎ করেছেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।
শিক্ষা অফিসের কর্মচারীরা থাকলেও তাদেরকে নাস্তার ক্রয়ে কাজে ব্যবহার না করে টাকা আত্মসাতের জন্য ব্যাক্তিগত লোকদের দিয়ে শিক্ষা কর্মকর্তা নিম্নমানের ও কম মুল্যের নাস্তা সরবারহ করেন। অধিকাংশ শিক্ষক ভয়ে কিছু না বললেও প্রশিক্ষন নেয়া অনেকেই নিম্নমানের নাস্তার বিষয়ে আপত্তি জানান।
কিন্তু শিক্ষা কর্মকর্তা শফিউল আলম আপত্তি আমুলে না নিয়ে উল্টো ওই শিক্ষকদের সাথে অশালিন আচরন করেন। প্রশিক্ষক অনেকের অভিযোগ, প্রতিটি কক্ষের জন্য উপকরণ বাবদ ১৫শ করে টাকা বরাদ্দ থাকলেও নাম মাত্র উপকরণ সরবারহ করে প্রায় পুরো টাকাই নিজের পকেটে পুরেছেন এইন অসৎ শিক্ষা কর্মকর্তা। বরাদ্দের অভিকাংশ টাকায় আত্মসাৎ করায় প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্থ হয়েছে বলে শিক্ষকদের দাবী।
উপজেলার একাধিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তার উপর অসন্তোষ জানিয়ে সাংবাদিকদের জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল আলম প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেন। তাই শিক্ষকরা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন কাজে তাকে ফোন করলে অধিকাংশ সময়ই তিনি ফোন রিসিভ করেন না।
সব সময় তিনি হামবড়া ভাব দেখান এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যে কোন সময় চাকরী খেয়ে নিতে পারেন বলে মাঝে মাঝে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষকদের অভিযোগ, উচ্চতর স্কেল, বিএড স্কেল, নতুন এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) এর কাগজপত্র ফরোয়ার্ডের জন্য তিনি মোটা অংকের টাকা দাবি করছেন। টাকা না দিলে কাগজপত্রের ভুলভ্রান্তির অভিযোগ তুলে শিক্ষকদের হয়রানীসহ দুর্ব্যাবহার করেন। সাম্প্রতি একটি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তিনি ১ লক্ষ টাকা দাবী করেছেন বলে জানা গেছে।
সরকারী বই বিনা মুল্যে শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়ার কথা থাকলেও প্রতিটি বিদ্যালয় থেকে বকশিসের নামে টাকা আদায় করেছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল আলম উপজেলার প্রতিটি বিদ্যালয় থেকে ক্রীড়া ও স্কাউট ফিস বাবদ মোটা অংকের টাকা উত্তোলন করেন। এসব টাকাও নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন একটি ঐতিহ্যবাহি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষা কর্মকর্তার শফিউল আলম প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের শিক্ষা অফিসে ডেকে সাথে চরম দুর্ব্যবহার করেন। তার সাথে যোগাযোগ না করার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বন্ধের হুমকিও দেন।
পরে শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ে নিয়ে গিয়ে রাজকীয় ভুরিভোজ ও উপঢৌকন দিয়ে কিছুটা নিস্তার পান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুধু শিক্ষকরাই নয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের কর্মকান্ডে অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও নাখোশ।
প্রধান শিক্ষকরা জানান, উনি (শফিউল আলম) একজন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। একজন প্রধান শিক্ষক বেতন স্কেল ও পদ মর্যাদায় তার থেকে কোন ভাবেই নিচে নয় বরং উপরে। তাই নিজের অবস্থান জেনে শিক্ষকদের সাথে সম্মানজনক আচরণ করা উচিত। শিক্ষা কর্মকর্তার শিক্ষকদের সাথে অসৌজন্যমুলক আচরণ ও নানা বিতর্কিত কার্যক্রমে শিক্ষকরা ক্ষুব্ধ।
দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল আলম তার বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কারিকুলাম প্রশিক্ষণের অনারিয়ামের হার্ড কপি, সফ্টকপি উপরে পাঠানো নিয়ে কিছুটা ঝামেলা ছিল। তবে তা সুরাহা হয়ে গেছে। শিক্ষকদের সাথে আচরণগত সমস্যা কিছু থাকতে পারে বলে স্বীকার করেন এবং আগামীতে এ ব্যাপারে আরো সচেতন হবেন বলেও তিনি জানান।
Leave a Reply