দেহাটা মোর ঠান্ডা হইল -ইসমত আরা
ভাজি পুড়ি এলানিয়া তোর মনক পুরিয়া
কার বুক তুই শান্ত করির আলু হায় দ্যাওয়া!
জমি জাগা, গছ গছালি,পকি পয়াল সৌক
তোরে বাদে উপরমুখে কান্দি শুকাইল বুক!
দরদর করি ঘাম পড়িল, মানষির দেহা দিয়া
মাথা দিয়া ধুমা বিড়াইল দেখলু না তুই চেয়া।
ছাতি দিয়াও পুড়িল মাথা, আঙরা করলু দেহা
পন্তা খাইলো শান্তি না দেইস, এতোয় তুই বে হায়া!
পুকুরগিলাও গেইছে শুকি, গরম বাপরে বাপ
মাথার উপতর ঘুরিয়াও ফ্যান করিস না তুই মাফ!
ছাওয়ার কান্দন, আন্দনে আর আগুন ঝরা রোইদ
শান্তি কোটে, শান্তি নাই মাই বাইরাত কি ঘরত- ঘরে,ঘরত!
দুই হাত তুলি কত ডাকাং, বাঁচাও মোর আল্লায়
বসমাতা ভাঙি পড়ে আগুন সারা গায়!
আদামরা করিয়া শ্যাষত আসলু ঝরি মাই!
দেহাটা মোর ঠান্ডা হইলে, আয় খিচুড়ি খাই!
ভাজি- ভেজে, পুড়ি- পুড়ে, এলানিয়া- এতক্ষণে, মনক- মন, পরিয়া- আশ মিটিয়ে, আলু- এলে, হায়- একটা আঞ্চলিক ডা, দ্যাওয়া- আকাশ।
গছ গছালি – গাছ- গাছালি, পকি পয়াল- পাখি ও অন্যান্য, সৌক- সব, তোরে বাদে- তোর জন্য, শুকাইল- শুকালো, দেহা- দেহ, ধুমা- ধোঁয়া, বিড়াইল- বের হলো।
পড়ুন>>কবর -জসীমউদ্দিন
চেয়া- চেয়ে দেখা, ছাতি- ছাতা, পুড়িল- পুড়ে গেলো, আঙরা- কয়লা, পন্তা- পান্তা, ক্যানে- কেনো, গোসা- অভিমান, খাঙ- খাই, পিড়ান- পরনের বস্ত্র, মরোঙ- মরি যাই,বসমাতা- আকাশ, পুকুরগিলাও- পুকুর সব, গেইছে- গেছে, উপরত- উপরে, ছাওয়া- ছোট বাচ্চা, আনাদন – রান্না, অইদ- রোদ, ডাকাঙ- ডাকি, আদমরা- আধামরা।
পড়ুন>>আটকলা -জসিম উদ্দিন
Leave a Reply