উমার বাড়ির দেওয়ানিটা
নিজের বাড়ি ছাড়ি
বিয়ান, বৈকাল, সাঁজে,আইতে
বিরায় টারি টারি।
নিজের বেটি ঘরপালাটি
সেটা কি তাঁয় জানে?
পরের ঘরত বৌ-ঝি দেকি
আঁচল ধরি টানে।
নিজের মাইয়া উদাঁওমাতা
নাঙের সাতে ঘোরে,
পরের মাইয়া হাসি দিলে
দেওয়ানি তাক ধরে।।
পড়ুন>>জসীম উদ্দীনের কবিতা “নিমন্ত্রণ”
Leave a Reply