দেওয়ানগঞ্জে স্বপ্ন প্রকল্প উপকারভোগী নির্বাচন অনুষ্ঠিত।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পারামরামপুর ইউনিয়ন পরিষদ এ স্বপ্ন প্রকল্প উপকারভোগীদের নির্বাচন করা হয়।
২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাররামরামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বপ্ন প্রকল্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ও জামালপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বপ্ন ২য় পর্যায়ে স্বচ্ছতার সহিত ডিজিটাল পদ্ধতিতে ইউনিয়নের সম্পন্ন হয়।
উক্ত স্বপ্ন উপকারভোগী নির্বাচনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে কে ও ইউনিয়নের ইউপি সদস্যগণ।
আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের জেলা ব্যবস্থাপক মোঃ আমির আলী ও স্বপ্ন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট অফিসার সুমি, দেওয়ানগঞ্জ উপজেলা এবং অদ্য ইউনিয়নের ৮ নং ইউনিয়নের ওয়ার্কাররা এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা টেক অফিসার আনিসুর রহমান।
স্বপ্ন প্রকল্প উপকারভোগীদের লটারির মাধ্যমে তাদের নাম নির্বাচন করা হয়। জামালপুর জেলার ২৭টি ইউনিয়নে ৯৭২ জন বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা, স্বামী অক্ষম, তৃতীয় লিঙ্গ, মহিলাদের নিয়ে সরকারি রাস্তা রক্ষণাবেক্ষণ ও পাশাপাশি তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply