কখনো প্রয়োজন হলে ডেকে নিও।
নীল আকাশের দিব্যি
ফিরিয়ে দেবোনা।
জীবনের পথে
চলতে চলতে কখনো ক্লান্ত হলে
দ্বিধা করোনা কিছু চাইতে।
প্রচন্ড দাবদাহে তৃষ্ণা পেলে হাত বাড়িও
সুমিষ্ট পানীয় না দিতে পারলেও
অন্তত এক গ্লাস জল দেবো।
কপালের ঘাম মুছে দিতে না পারলেও
অন্তত গা জুড়ানো ফাগুনী বাতাস হবো।
জীবন নদীটা খরায় খরায়
শুকিয়ে গেলে,
স্মরণ করিও শ্রাবণ হয়ে
দুকুল ভাসাবো।
Leave a Reply