দাতন -ইসমত আরা
আঙরা চাবে মাঞ্জুনু দাঁত
ঝিলিক মারিল হাসিত্
ছাঁচি ত্যাল ঘষিয়া তাতে
বাজি উটিল বাঁশিত!
শাইলের ডাল মাঝে মধ্যে
দাতনকোনা বানে,
উয়ার আঠা উপকারত্
নাগাঙ দাঁতের তনে।
নিমের ডাল, নিমের পাত
সৌগে উপকারী,
কোটে শেলা দাঁতের ব্যারাম?
না আছিল ভারি!
বুড়া বুড়ি খুনখুনা হয়
গুয়া চাবে খায়,
শুকান গুয়া হাড্ডি চাবা
ব্যাপারে নোমায়।
মাও রে মাও, এলা দ্যাখঙ
বাচ্চা ছাওয়ার দাঁত,
মুখের গন্ধ, নানান অসুখ
অসুদ জাতের জাত!
অত দাম না নাগে মোক
শাইলের আটায় ভাল
সে তনে গছ নাগে থুচুঙ
দাতন বানাইম ভাল্।
তোমাও নাগান উয়াক বাহে
এ গছ উপকারী
ব্যবহারত বুঝির পাইমেন
মানত কত ভারী!
Leave a Reply