তাহিরপুরে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ইউপি সদস্যসহ আটক-২
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮’শ কেজি (১২০ বস্তা) ভারতীয় পেঁয়াজ , ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮ হাজার টাকা। শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহিরপুর-বাদাঘাট রাস্তার টাকাটুকিয়া এলাকা থেকে এসব পেঁয়াজের বস্তা আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে একটি ট্রাকে করে ১২০মণ ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। তাহিরপুর-বাদাঘাট রাস্তা দিয়ে এসব পেঁয়াজ পরিবহণের সময় পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত ইউপি সদস্য ও ড্রাইভারকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
Leave a Reply