ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে বুধবার(৩১ জুলাই) বেলা ১২ টার দিকে তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম,যুবলীগ নেতা আবুল কাসেম, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply