বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২জন।
বরগুনার তালতলী উপজেলায় ২০ লিটার চোলাই মদসহ (উপজাতীয়দের তৈরি) ২ মাদক কারবারিকে আটক করেছে তালতলী থানা পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া সাতটায় তালতলী উপজেলার নমিশেপাড়া থেকে মাদক কারবারিদের আটক করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ বিক্রি হচ্ছে এমন তথ্য নিশ্চিত হন। পরে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশেপাড়ায় তালতলী থানা পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালায়।
থানার উপ পরিদর্শক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে এএসআই হুমায়ূন কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে নমিশেপাড়া থেকে বিশ লিটার চোলাই মদসহ জয় ও মামুন নামক দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
তিনি আরও বলেন,তালতলীতে মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন>>বরগুনার তালতলীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
[…] এলাকা ছাড়া: ফিরে এসে রাজনৈতিক নেতা তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২ কুড়িগ্রামে অবরোধের সমর্থনে বিএনপির […]