তাকিয়া বাজার বঙ্গবন্ধু পরিষদে হামলা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সোনাগাজীর তাকিয়া বাজার বঙ্গবন্ধু পরিষদে হামলা ভাংচুর ও নেতৃবৃন্দের ছবি অবমাননার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজার বনিক সমিতি ও দলীয় নেতা কর্মীরা।
তাকিয়াবাজার বনিক সমিতির সভাপতি তোহিদুল ইসলাম রিপাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন, বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ মিশু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দাউদুল ইসলাম, বগাদানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উজ্জ জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সাকিল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ রিপন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা জয়নাল আবদীন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ নাইম উদ্দিন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) গভীর রাতে চরমজলিশপুর গ্রামের আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তির নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী বঙ্গবন্ধু পরিষদে হামলা করে ভাংচুর চালায়।
Leave a Reply