দৌলতপুর বি,সি,কে যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বি,সি,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর গার্লস কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ বিল্লাল হোসেন ও দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ রেজাউল করীম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মাহবুবুর রহমান সবুর, দৌলতপুরের সিনিয়র সাংবাদিক ও কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক আহমেদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমূখ।
ফাইনাল খেলা উদ্বোধন কালে প্রধান অতিথি বাচ্চু মোল্লা বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মন ভালো রাখতে সহায়তা করে। সেই সাথে যুবসমাজকে মাদক মুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে । যাতে করে আমাদের যুবসমাজ সুস্থ বিনোদন খেলাধুলার মাধ্যম পেতে পারেন।
ফাইনাল খেলায় মরিচা ফুটবল একাদশ ও চরদিয়াড় হিসনা ফাউন্ডেশন একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী দর্শক। দারুন লড়াইয়ের মধ্যে দিয়ে হিসনা ফাউন্ডেশন একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের মধ্যে পুরুস্কার তুলে দিয়ে প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সকল খেলোয়াড়দের তাদের সুন্দর খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
Leave a Reply