ঠাকুরগাঁও ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত যুবকের মরদেহ ৩ দিন পর ফেরত প্রদান।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত সোমবার ৪ ডিসেম্বর ভোর রাতে কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত যুবকের মরদেহ ৩ দিন পর ফেরত পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টায় ভারতের গোয়ালপুর থানা পুলিশ, বিএসএফ এবং হরিপুর থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে হরিপুর থানা পুলিশ ও বিজিবি নিহত যুবক জহুরুল ইসলাম (২৭) এর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে,গত সোমবার ভোর রাতে উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বাংলাদেশী একদল যুবক গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়।
এতে দুই বাংলাদেশী যুবক গুলি বিদ্ধ হন। এদের একজন বাংলাদেশের অভ্যন্তরে মারা যান এবং আরেকজন ভারতের অভ্যন্তরে মারা যান। জানা গেছে নিহতরা চোরাকারবারি দলের সদস্য।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, নিহতের মরদেহ বিএসএফ’র কাছে গ্রহণ করে,পরে তার পরিবারের কাছে হস্তান্তরকরা হয়েছে।
পড়ে নিন>>কাউনিয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশু ও মহিলা সহ ১৫ জন আহত
Leave a Reply