ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলা সদর থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাতে জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়।
অভিযানে ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো. মাসুদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করে।
সেই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো. সারোয়ার হোসেন ওরফে ঝুলুকে ১৫৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে রাণীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। সেই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
উপজেলার ভেলাতৈড় গ্রামের মো. হাফিজ উদ্দীনের ছেলে মো. দুলাল হোসেনকে ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
১২০ গ্রাম শুকনো গাঁজাসহ রিপন বর্মনকে গ্রেপ্তার করা হয়। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে। পৃথক ৬টি ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার পিপিএম উত্তম প্রসাদ পাঠক জানান অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে। এবং এরকম অভিযান সমগ্র জেলায় চলমান রয়েছে।
Leave a Reply