গঙ্গাসাগর এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীর ব্যাগ থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার
টিকিটবিহীন যাত্রীর ব্যাগে কাড়ি কাড়ি টাকা, গঙ্গাসাগর এক্সপ্রেস থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ
হাওড়া গামী গঙ্গাসাগর এক্সপ্রেস (Gangasagar Express) ট্রেন থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা।
লোকসভা ভোট ঘোষণার আগেই ট্রেন থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তাকে আসানসোল স্টেশনে নামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ৫০ লক্ষ টাকা।
আরপিএফের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আসানসোলের আয়কর দপ্তরে এই খবর দেওয়া হয়। এরপর আয়কর দপ্তরের আধিকারিকরা এসে সব টাকা বাজেয়াপ্ত করেন। আয়কর দপ্তরের তরফে ঐ যুবককে সমন ধরিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হবে বলে জানা যায়।
আসানসোল স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর সোমনাথ বারিক বলেন, ঐ যুবকের নাম মোহিত কুমার (২১)। সে বিহারের ঝাঁঝা থেকে হাওড়াতে যাওয়ার জন্য ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসের এসি থ্রি টায়ারে ছিলেন।
ঐ ট্রেনে জশিডি থেকে উঠা কর্তব্যরত আরপিএফ জওয়ানদের তাকে দেখে সন্দেহ হওয়ায় টিকিট দেখতে চান। কিন্তু তার কাছে টিকিট ছিল না। ঐ যুবকের কাছে একটি বড় ট্রলি ব্যাগ ছিল।
আরপিএফের জওয়ানরা তাকে জিজ্ঞাসা করেন ব্যাগে কি আছে ও খুলে দেখাতে বলেন। পুরো বিষয়টি সঙ্গে সঙ্গে আসানসোলে আরপিএফকে খবর দেওয়া হয়। ট্রেনটি আসানসোলে স্টেশনে আসার পরে ঐ যুবককে নামানো হয়। এরপর ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ৫০০ টাকার নোটের বান্ডিল। সব মিলিয়ে সেখানে রয়েছে ৫০ লক্ষ টাকা।
এরপর আয়কর দপ্তরকে বৃহস্পতিবার রাতে ডাকা হয়। তারা এসে পৌঁছান ও ঐ টাকা তারা বাজেয়াপ্ত করেন। পরে তাকে একটি সমন ধরিয়ে আপাতত ছেড়ে দেওয়া হয়। টাকার উৎস কি কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল এইসবই উত্তর সংগ্রহ করে নির্দিষ্ট দিনে তাকে দেখা করতে বলা হয়েছে।
শনিবার দুপুরে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। স্বাভাবিক ভাবেই তার আগে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
Leave a Reply