ঝিনাইগাতী ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার।
শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মো. বাবুল মিয়া (৫১ )। তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। গতকাল রোববার রাতে ডেফলাই গ্রাম থেকে অভিযুক্তকে। স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধর্ষিতা কাগজে পত্রে শালচূড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হলেও মূলত সে ঝিনাইগাতীর কোচিং সেন্টার উত্তরণ পাবলিক স্কুলে পড়ালেখা করে। সে অভিযুক্তের দূরসম্পর্কের ভাতিজি। তাঁর মা জানান, বাবুল মিয়া আমার নিকট প্রতিবেশি ও দূরসম্পর্কের দেবর। ইতোপূর্বে তিনি এমন ঘটনা আরো ঘটিয়েছে।
ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রবিবার রাতে মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। জনগণের আটকৃত বাবুল মিয়াকে পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখায়।
অভিযুক্ত মো. বাবুল মিয়ার কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার কিছুই জানেন না তিনি। সে ষড়যন্ত্রের স্বীকার।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়ের মা বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। পরে বাবুলকে সোমবার শেরপুর আদালতে প্রেরণ করা হয়। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply