পিরোজপুর থেকে শেখর মজুমদার : পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে নেছারাবাদ উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে আজ বৃহস্পতিবার দুপুরে জমা দিলেন , স্বরুপকাঠী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, উপজেলা বন্দর কমিটির সভাপতি, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও নেছারাবাদ উপজেলা যুবলীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ।
এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হেদায়েতুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ, সাংবাদিক আসাদুজ্জামান, ইউনুস মেম্বার সোহেল ও পারভেজ মেম্বার প্রমুখ। এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, আজ বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৬, সংরক্ষিত নারী-১৩ ও সাধারণ সদস্য পদে-৩৪ সহ মোট- ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাচাই শেষে প্রার্থীদের চুরান্ত করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply