তারিখে দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, Empowering Girls and Combating Child Marriage Kurigram, Bangladesh Project এর আওতায় স্কলারশিপ ও আইজিএ চেক বিতরণ করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ও বড়ভিটা এই দুইটি ইউনিয়নের স্কুল, মাদ্রাসায় অধ্যায়নরত হতদরিদ্র ছাত্রীদের ১০ জন ছাত্রীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ২০ জন ছাত্রীকে ৩ হাজার করে ৬০ হাজার টাকা নারীশিক্ষার অগ্রগতির লক্ষ্যে বিতরণ করা হয়েছে।
পড়ুন>>ফুলবাড়ীতে কর্মকর্তাদের সাথে যুবদের প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্তি করণে কর্মশালা অনুষ্ঠিত
মেয়েশিশুরা লেখাপড়া চালিয়ে যাবে, ঝরেপড়া কমে যাবে, আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি পাবে, মেয়েশিশুরা বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে, সর্বোপরি মেয়েশিশুরা ক্ষমতায়িত হবে যা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। চেক বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস, প্রোগ্রাম অফিসার, গীতা রানী রায়, কমিউনিটি মবিলাইজার, রিম্পা রায়, কেস ওয়ার্কার, উদয়াঙ্কুর সেবা সংস্থা প্রমূখ।
Leave a Reply