বাগেরহাটের চিতলমারীতে কৃষক কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাইমেট -স্মার্ট প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণীর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
” ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন ” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগষ্ট সকাল ৯টায় কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করতে বালাই নাশকের ব্যাবহার, ফেরোমন ফাঁদের ব্যাবহার, রঙিন ১৮ ফাঁদের ব্যাবহার ও কৃষি প্রযুক্তি ব্যাবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত উপপরিচালক (উদ্যান),মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত উপপরিচালক (শস্য) খামার বাড়ি বাগেরহাট, কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ উপজেলা কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষণে অংশ গ্রহণ কারী কৃষক কৃষাণীসহ আরো অনেকে।
Leave a Reply