চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমাম হাসান জুয়েল : “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা ১১ টার সময় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্দোগে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজামান মুনির, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, নাচোল উপজেলা আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম। আদিবাসী নেত্রী কুটিলা রানী, কর্ণেলিউশ মুরমু, প্রদীপ হের্মরম প্রমুখ।
আদিবাসী নেতারা বলেন, সমতলে বসবাসকারী নৃ-জাতিগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন,খাস জমিতে বসবাসরত আদিবাসীদের দখলি শর্তে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান এবং ভূমি অধিকার প্রতিষ্ঠা ও ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠনসহ নানা দাবি তুলে ধরেন।
শেষে “মাদল” গ্রন্ত্রের মোড়ক উন্মোচন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
Leave a Reply