চাঁদপুর(মতলব উত্তর) থেকে আরাফাত আল-আমিন :চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রায়ই উত্যক্ত করে শাকিল নামের এক বখাটে।গত ১৬ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ইভটিজিং করে ও মাথায় আঘাত করে শাকিল।পরদিন প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করে ওই স্কুলছাত্রী।
এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকে হুমকি ধামকি ও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলবে হুমকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি।
ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রী জানায়, সানকিভাঙ্গা গ্রামের সুরুজ আলীর ছেলে বখাটে শাকিল তাকে সবসময় উত্যক্ত করে। গত মঙ্গলবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় পথরোধ করে বখাটে শাকিল।তার মোবাইল রিসিভ না করার কৈফিয়ত জানতে চায়।ছাত্রীর উত্তর না পেয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় বখাটে শাকিল । এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়ে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী ও তার পিতাসহ পরিবারবর্গ।
নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহআলম বলেন, মেয়েটি মারধর ও ইভটিজিংয়ের শিকার হয়ে লিখিত অভিযোগ দিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। বর্তমানে আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি দেশে আসলে এ বিষয়ে সর্বোচ্চ বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির মনির হোসেন খানকে হুমকি দিয়েছে স্বপন মল্লিক। মনির হোসেন খান বলেন, ইভটিজিংয়ের বিষয়ে আমরা সুষ্ঠু বিচারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা বুঝতে পেরে ওই ইভটিজারের পক্ষ নিয়ে স্বপন মল্লিক আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
গত বৃহস্পতিবার দুপুরে দলবল নিয়ে এসেছিল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়ঞ। আমি এখন আতংকে আছি।
এ ব্যাপারে স্বপন মল্লিক বলেন, ইভটিজিংয়ের ঘটনায় মনির হোসেন খানকে হুমকি ধামকি দেইনি। তার সাথে মতামতে অমিল আছে, সে বিষয়ে কথা কলেছি।
Leave a Reply