মানিকগঞ্জের ঘিওরে ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ ।
“মাদক ছাড়ি খেলা ধরি সুস্থ ভাবে জীবন গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচি কাঁচা শিক্ষার্থীদের মাঝে প্রতিনিয়ত শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করে আসছে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া।
উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা, সিসি ক্যামেরা ও খেলা ধুলার উপকরণ বিতরণ করে আসছেন দীর্ঘদিন ধরে ।
এ বিষয়ে জিয়াউল হক জিয়া বলেন, আমি একজন খেলোয়াড় ছিলাম। এখন আমি জীবিকার তাগিদে ব্যবসা করি । ছেলে মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি । বর্তমানে কচিকাঁচা শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িত হতে না পারে তাই শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশা করি আমার এ সামান্য প্রচেষ্টা ব্যর্থ হবে না।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ মোহছেন উদ্দিন, সহ বিভিন্ন স্কুলের ছাত্র , শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply