গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকুরী জাতীয়করণে এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি
অদ্য ২৯ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদেকর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যদের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আজ ৩৫তম দিন।
বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ মিল্টন বলেন ১৯৭৫ সালের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া পে স্কেলে প্রজ্ঞাপন পত্র ০১-১-১৯৭৬ ইং তারিখে জারীকৃত পবিত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি।তাছাড়া বাংলাদেশ সরকার ২০০৯ সালে জাতীয় করণের পরিপত্র জারি করেন এবং ২০১১ সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণের মোতাবেক বেতন না দিয়ে মাত্র ৬,৫০০ টাকা বেতন দেয়া হচ্ছে।
গ্রাম পুলিশরা আরও বলেন আমাদের ৬,৫০০ টাকা এই বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭০০০ গ্রাম বাহিনী সদস্যদের এবং এই বেতন দিয়ে আমাদের ছেলেমেয়েরা ভালো কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে না এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এখান থেকে যাব না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply