গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভবন ভেঙে মৃত ৮
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে (Garden reach building collapse) মৃতের সংখ্যা বেড়ে হল ৮। মৃতদের নাম আকবর আলি (৩৪), রিজওয়ান আলম (২২), হাসিনা খাতুন (৫৫), শামা বেগম (৪৪), মহম্মদ ওয়াজিত (১৯), মহম্মদ ইমরান (২৭), রমজান আলি (৬০) ও নাসিমউদ্দিন শেখ (২৪)।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পুরনিগমের ১৩৪ নম্বর ওয়ার্ডে ওই নির্মীয়মাণ বহুতলের ভিত দোতলার। অথচ, সেখানেই তৈরি হচ্ছিল পাঁচতলা বিল্ডিং। আর তাতেই বিপত্তি। রবিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ।
গার্ডেনরিচকাণ্ডে (Garden reach building collapse) ইতিমধ্যে ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরনিগম। প্রোমোটার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ঘটনায় এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে কড়া পদক্ষেপ করা হবে।
Leave a Reply