খারাপ নচ্চন -ইসমত আরা
ধেধরি টিকা আইলের মাতাত
না ছুছিয়া খাইস
কইলে উচিৎ আওকোনা
সবারে না পাইস!
ডাবার ডাবার আও করিস
ডাঙ্গুয়া তোর বাপ?
থো তো অত্তি ফোঁতার তলত
পরের ধনের পাপ!
সিতা ফাটে, ধুতির গোছা
হাঁটিস হাতত ধরি,
ক্যাদ্যানি তোর দেখাও অত্তি
মাইয়্যা আনি বাড়ি!
হাগা টিকায় আইজো থাকিস
ঘনো ঝারাফিরাত,
আতর মাখি করিস কি তুই
গোন্দ যে তোর গাত!
মোর বাড়ির কাইন্চা খুলিত
ঘনো যে তো হাঁটা-
হাঁটুয়া ভাঙি হাতত দেইম মুই
কনুঙ এই শেষ কতা।
নচ্চন তোর বেজায় খারাপ
কায় না জানে পাড়াত
সাবোধান মুই ফির করনুং
তুলি আছুং হাত!
Leave a Reply