কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা।
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট,কাস্টমস ঘাট, কলাবাড়ী ঘাট ও ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭টি মামলায় ৩ জনকে ৩দিনের এবং ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পড়ুন>>তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন
অভিযানে চলাকালীন সময়ে ৫৬টি বাকি নৌকা ও ১১টি ইঞ্জিন চালিত বড় নৌকা ধ্বংস করা হয়। এঘটনায় ট্রাকে করে বালু পরিবহনের জন্য সাময়িকভাবে নির্মিত একটি ঘাটের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয় এবং পরিবেশ সংরক্ষণ আইনে ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই ঘটনায় ৬৭টি ছোট-বড় নৌকা ধ্বংস ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply